বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: এতদিন প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সন্তানদের নিয়ে বেড়াতে যেতে দেখা যেত তাঁকে। এবারের ছবিটা ভিন্ন।বলিউড তারকা হৃত্বিক রোশনের ব্যক্তিগত জীবন বেশ উন্মুক্তই বলা যায়। এক প্রকার খোলা বইয়ের মতো।
হৃত্বিকের সঙ্গে তার প্রাক্তন স্ত্রীর সম্পর্ক বেশ মধুর। সন্তানদের জন্য তারা একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটান। আবার নতুন সম্পর্কেও জড়িয়েছেন ‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত এ অভিনেতা।
সাবা আজাদকে সম্প্রতি প্রেমিকা বলে সবার সঙ্গে পরিচয়ও করিয়েছেন। এতদিন সাবেক স্ত্রী সুজানের সঙ্গে সন্তানদের নিয়ে বেড়াতে যেতে দেখা যেত তাকে। এবার ছবিটা আলাদা।
প্রেমিকা সাবা আজাদকে দেখা গেল তাদের সঙ্গে। মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা।
সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাই বিমানবন্দরে সন্তানদের নিয়ে চলেছেন অভিনেতা।
তার সঙ্গে দেখা যাচ্ছে তার প্রেমিকা সাবা আজাদকেও। মূলত বড়দিন উদযাপন করতেই যে তারা চলেছেন, তা পরিষ্কার।
উল্লেখ্য, হৃত্বিক রোশনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’ ছবিতে। শিগগিরই তাকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ সিনেমায়। তার অনুরাগীরা এখন এ অপেক্ষাতেইে আছেন।
এসি/ আইকেজে /
আরো পড়ুন:
আমি সৌভাগ্যবান, মেসিকে ধন্যবাদ : শাহরুখ