রুপান্তর
খোকন কুমার রায়:
আমার যত স্বপ্নগুলো ক্রমাগত যাচ্ছে ঝরে
পথের ধুলায় লুটিয়ে বিলাপ করে করুণ সুরে।
স্বপ্নগুলোর অকালমৃত্যু ঠেকাবে কে আছে এমন?
হৃদয়টাকে জড়িয়ে ধরে বলবে আমি মনের মতন।
অন্তরে যার আঁকা ছবি, মনের মতো ভাবি যারে
সেই ছবিটাও যাচ্ছে ঢেকে কালো রঙ তুলির আঁচড়ে।
সুরের রাজ্যে অসুররা আজ বারে বারে দিচ্ছে হানা
সুরের ভেলায় ভাসতে তারা চোখ রাঙিয়ে করছে মানা।
কখনো আর আসিব না ফিরে, জীবনানন্দ কেঁদে বলে
ধানসিঁড়ি ঐ নদীটারেও বানাই ভাগাড় সবাই মিলে।
আবহকালের সব প্রবাহ ধীরে ধীরে যাচ্ছে থেমে
মানুষগুলো নেইতো মানুষ, হচ্ছে দানব ক্রমে ক্রমে।
মানুষ হয়ে কেমনে বাঁচি রুপান্তরের প্রহসনে
আমিও তাই একটু করে হচ্ছি দানব ক্ষণে ক্ষণে।