
অঙ্গীকার একুশ
খোকন কুমার রায়
একুশের রক্তে ভেজা পথে পথে
চলতে চলতে আজও থমকে দাঁড়াই
আর ভাবি, যে রক্তের ধারায় প্রবাহমান সংস্কৃতি,
যে রক্তের তীব্র রঙে উজ্জ্বল আমার ভাষা,
সে ভাষার গৌরব ধারণ করে চলেছি আজও আত্মবলির রক্তমাখা পথে।
আমার ভাইয়ের রক্তে গড়া শহীদ মিনার
এখনও কামড়ে ধরে রাখে পুরোনো হায়েনা,
আজও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হয়, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণে।
আমার মায়ের ভাষার সম্মান আজও যারা করেনা,
নিশ্চিহ্ন করবো সেই পিশাচদের সকল শঠতা।
একুশের রক্তের প্লাবনে পেয়েছি যে আমার স্বাধীন ভাষা
দ্রোহের আগুন আজও জ্বলছে বুকে,
মেটাতে দেবো না কোনোদিন ওই হায়েনাদের মনের আশা।