নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: শিশুকে ভুলিয়ে রাখতে এবং আনন্দ দিতেই যুগে যুগে কবি, গীতিকার আর শিল্পীরা রচনা করেছেন, গেয়েছেন ছেলেভুলানো ছড়া ও গান। দুই হাঁটুর উপরে শিশুকে বসিয়ে বা শুইয়ে দোল দিতে দিতে মা সুরে সুরে ছড়া কাটেন আর অবুঝ শিশু সেই সুরের মায়াজালে আটকে পড়ে।
সম্প্রতি বিশিষ্ট কবি ও গীতিকার খোকন কুমার রায় ‘প্রজাপতি উড়ে যা’ শিরোনামে তেমনি এক ছড়া তথা ছড়াগান শিশুদের জন্য উপহার দিয়েছেন, যা শুনে শিশুসহ সবারই ভালো লাগবে।
গানটির সঙ্গে অসাধারণ নৃত্য পরিবেশন করে সবার মন জয় করে নিয়েছে ছোট্ট দুই সোনামণি, দু’বোন আদ্রিতা যারা রায় ও আবৃতা সারা রায়। গানের তালে তালে তাদের উচ্ছ্বল নৃত্য, নৃত্যের মুদ্রায় শব্দের প্রকাশ- গানটিকে দিয়েছে নতুন দ্যোতনা।
গানের কথা—
ধিনতা না ধিন তাধিন তা
ইচিং বিচি চিচিং চা
প্রজাপতি উড়ে যা,
রং বে রংয়ের পাখা মেলে
খুকুমণির মন রাঙা।।
আজকে খুকুর পুতুল বিয়ে
তাই ধরেছে বায়না
বনের টিয়ে ময়নারা সব
দল বেধে আয়না।।
মেঘের দেশে ঘুরে ঘুরে
আয় বেড়িয়ে উড়ে উড়ে
ফুলের বাগান মাঠ পেরিয়ে
যেখানে খুশি সেখানে যা।।
পুরো গানটি শুনতে ভিডিওতে ক্লিক করুন:
গানটিতে সুর দিয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী অরুন চৌধুরী ও কম্পোজিশন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৃতি রঞ্জন রায়। গানটি অসাধারণ মিষ্টি কণ্ঠে গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে অধ্যয়নরত অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিশুশিল্পী মন্দিরা আইচ।
এসি/ আই.কে.জে/
আরো পড়ুন:
বিজয় দিবস উপলক্ষে খোকন কুমার রায়ের গান “বিজয় ৭১” (ভিডিও)