মধুকবির প্রতি
খোকন কুমার রায়:
দুগ্ধস্রোত রূপে কপোতাক্ষ বহে কলকল ক্রন্দনে,
বিদায় ঘাটে ভিড়েছিল তরী তোমার প্রস্থানে
সে ঘাটে আর হয়নি অভ্যর্থনা তোমার আগমনে
ভুল শুধরাতে এসেছিলে ফিরে জন্মভূমির টানে।
কাব্য আছন্ন মন তোমার বৈষয়িক ছিল না কখনও
সৃষ্টি তোমার অক্ষয়, বেঁচে আছো শ্রদ্ধায়, জেনো
বঙ্গ ভাণ্ডারকে করেছ সমৃদ্ধ বহু অমূল্য রতনে,
অমর পংক্তি সাজিয়েছো তুমি থেকে নির্বাসনে।
অমৃতাক্ষর আর চতুর্দশপদীর দীপ্ত ঝংঙ্কারে
বঙ্গভূমি স্মরিছে তোমায় তৃপ্ত অহংকারে
পিপাসিত শিশুর ন্যায় কেঁদেছিলে হে কবি
কপোতাক্ষ জল আজো আঁকে তোমার ছবি।