চাতক মন
খোকন কুমার রায়:
ঘুমিয়ে পড়েছ কি তুমি ওহে স্বজনী
রাতভর রই জেগে হে নিদ্রা নাশিনী
অভিমানে অনুযোগে কত কথায়
স্নিগ্ধ রজনী হায় অকালে হারায়।
রাতভর রই চেয়ে তোমার মুখ পানে
আকুল প্রাণ মোর প্রেম সুধা বরিষণে
এ কেমন আচার তোমার ওহে সঙ্গিনী
এসো তৃষা নিবারণে বেলা বয়ে যায়।
চাতক মন আজি হইল উথাল
যাচে বারি বরিষণে তপ্ত ধরায়
এসো হে এসো ফিরে ক্লান্ত শয্যায়
রেখো না বিষন্ন প্রাণ অবহেলায়।
বেদনা বিলাসী মন চায় যে স্বজন
নিঃস্ব বিবাগী এমন আছে কজন
তপ্ত এ বুক চায় শীতল পরশ
বিষাদে মন শুধু চায় যে তোমায়!
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের কবিতা: মধুকবির প্রতি
আই.কে.জে/