ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: কয়েকটি পশ্চিমা দেশে খালিস্তান গণভোটের প্রচেষ্টাকে পাকিস্তানের আইএসআই-এর ষড়যন্ত্র বলে অভিহিত করে, ডাল খালসার প্রতিষ্ঠাতা জসবন্ত সিং ঠেকেদার বলেছেন যে, এটি মানুষকে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা এবং শিখদের সাথে এর কোনো সম্পর্ক নেই।
যুক্তরাজ্য-ভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা, ঠেকেদার জানান, পাকিস্তানই খালিস্তানের আসল শত্রু এবং কিছু শিখ পাকিস্তান সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে। পাঞ্জাবের মানুষ কোনো গণভোটের দাবি করে নি বলে জানান তিনি।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় হাইকমিশনারের দেয়ালে আঁকা খালিস্তানি স্লোগানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে এই ধরনের কাজ অবশ্যই গ্রহণযোগ্য নয়। তবে তিনি এ কাজগুলোকে আইএসআই-এর চক্রান্ত হিসেবে দাবি করেন।
বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভারতীয় হাইকমিশনার খালিস্তানি সমর্থকদের অননুমোদিত জমায়েতের ফলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করতে বাধ্য হয়।
ওয়ারিস পাঞ্জাব দে এর প্রধান অমৃতপাল সিং, যার সমর্থকেরা গত মাসে তার সহযোগীর মুক্তির জন্য অমৃতসরের আজনালা থানায় হামলা করেছিল, তার সম্পর্কে ঠেকেদার বলেন যে অমৃতপাল সিং শিখ ইতিহাস সম্পর্কে কিছুই জানেন না এবং তিনি তার কাজে সফলও হবেন না।
তিনি বলেন, পাকিস্তান সরকার এখন মনে করে যে ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়ার দরকার নেই। তারা কিছু শিখদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারতের শান্তিশৃঙ্খলা বিঘ্ন করতে চাইছে।
ঠেকেদার বলেন, প্রতিটি সমস্যারই রাজনৈতিক সমাধান রয়েছে। যারা আগে খালিস্তানপন্থী ছিল, তাদের কমিটি ভারত সরকারই যদি গঠন করে সমস্ত সমস্যা সমাধান করে দেয়, তবে খালিস্তান আন্দোলন এখানেই শেষ হয়ে যাবে।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি পাঞ্জাবের আম আদমি পার্টির সরকারেরও নিন্দা করেন।
তিনি বলেন, পাঞ্জাব সরকার ঠিকমতো পদক্ষেপ গ্রহণ না করে আন্দোলনকে আরো বেগবান হতে সাহায্য করেছে। তিনি আরো জানান, পাকিস্তান খালিস্তানের শত্রু এবং তারা শুধুমাত্র সমস্যা তৈরি করতে চায়।
পাকিস্তান জানে যে শিখদের একটি আলাদা দেশ গড়ে উঠলে তারা পরবর্তীতে লাহোরে আসবে এবং ক্ষমতা দখল করবে, যা পাকিস্তান কখনোই চায় না। পাকিস্তানই খালিস্তানের আসল শত্রু। পাকিস্তান কখনোই কোনও শিখকে আশ্রয় প্রদান করে নি।
আই. কে. জে /