স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বেশি রোজগার করা ক্রীড়াবিদ এখন রোনালদো। পিএসজিতে মেসির যা বেতন, তার চেয়ে পাঁচ গুণ বেশি বার্ষিক রোজগার এখন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকার। পিএসজির আরেক তারকা নেইমার তিন বছরের মোট আয় এখন রোনালদোর এক বছরের আয়ের সমান!
সাবেক রিয়াল ও ইউনাইটেড তারকার শুধু ‘সেই দিন’ই নয়, ‘এমন দিন’ এসেছে যা কেউ কখনো দেখেননি। কাতার বিশ্বকাপের মাঝপথে শুরু হওয়া গুঞ্জন সত্যি করে ২০২২ সালের শেষলগ্নে সৌদি আরবের ক্লাব আল নাসরে নাম লিখিয়েছেন রোনালদো।

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল আল এখবারিয়া নিউজ জানিয়েছে, আল নাসরে প্রতিবছর ২১ কোটি মার্কিন ডলার রোনালদো। একই তথ্য জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বাজারে নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও।
আল নাসর বা রোনালদোর পক্ষ থেকে অর্থের অঙ্ক অবশ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে আল এখবারিয়া ও আল নাসর দুটি প্রতিষ্ঠানেই সৌদি আরবের ক্রীড়া মন্ত্রণালয়ের মালিকানা থাকায় অর্থের পরিমাণে খুব বেশি হেরফের হওয়ার কথা নয়।
মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য বলছে, রোনালদো–আল নাসর চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে সব ধরনের খেলা মিলিয়ে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হয়ে যাবেন রোনালদো।
প্রতিবছর ২১ কোটি মার্কিন ডলার আয় করলে প্রতি সপ্তাহের আয় দাঁড়াবে ৩৬ লাখ ডলারের বেশি। যা দিনপ্রতি ৬ লাখ, ঘণ্টাপ্রতি প্রায় ২৬ হাজার, মিনিটপ্রতি প্রায় সাড়ে চার এবং সেকেন্ডপ্রতি সাত ডলারের বেশি।
দল হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে ফ্রান্সের ক্লাব পিএসজি। কাতারি মালিকানাধীন ক্লাবটি কিলিয়ান এমবাপ্পেকে বার্ষিক ৬.৩ কোটি, মেসিকে ৪.১ ও নেইমারকে ৩.৬৫ কোটি মার্কিন ডলার বেতন দেয়। মেসি ও নেইমারদের বেতনের বাইরে বিজ্ঞাপন ও ইমেজ স্বত্ব থেকে বিপুল পরিমাণ আয় আছে।
মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, আল নাসর রোনালদোকে বেতন বাবদ দেবে সাড়ে সাত কোটি মার্কিন ডলার। তবে এর প্রায় দেড় গুণ আয় হবে তাঁর বাণিজ্যিক ও ইমেজ স্বত্ব থেকে।
‘সেই দিন’ গেলেও রোনালদোর ‘আরও দিন’ এখনো বাকি!
এম/
আরো পড়ুন:
টিভিতে দেখুন আজকের খেলা (২ জানুয়ারি ২০২৩)