ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: চীনের ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতির মধ্যেই বিশ্বের বৃহত্তম কন্টেইনার বন্দর, চীনের সাংহাই বন্দর, বিশ্বব্যাপী রপ্তানিতে যেন বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল করে আন্তর্জাতিক পণ্য চালান জারি রেখেছে।
একটি তেল শিপিং কোম্পানির কর্মী জানান, বন্দরটি বিশ্বব্যাপী রপ্তানিতে সমস্যা এড়াতে বিদেশি জাহাজগুলোকে সুরক্ষিত রেখেছে। যদিও এখানকার বেশিরভাগ কর্মীর মাঝেই করোনার হালকা লক্ষণ রয়েছে, সেদিক খেয়াল রেখেই তারা অতিরিক্ত কর্মী নিয়োগ করেছে এবং তাদের আরো জরুরি পরিকল্পনাও রয়েছে।
চলতি বছরের শুরুতে বন্দরগুলোতে লকডাউন ঘোষণা করা হলে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ঝৌশান বন্দরে জাহাজ মেরামতে বিলম্ব এবং কর্মীর সংখ্যা কম থাকায়, সাংহাইয়ে পণ্য পরিবহন ধীরগতিতে হচ্ছে।
তবে দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপের দিকে, তখন বন্দরগুলো যথাসাধ্য চেষ্টা করছে এই পরিস্থিতিতেও কাজ করার।
সাংহাইয়ের অনেক লোকই কোভিড আক্রান্ত হওয়ার কারণে এটি পরিবহন ব্যবস্থাতেও প্রভাব ফেলবে বলে আশংকা অনেক বিশেষজ্ঞের।
গত সপ্তাহ থেকেই সাংহাইতে কোভিড সংক্রমণের পরিমাণ বেড়েছে। শহরের একটি হাসপাতালের তথ্য মতে, শহরের প্রায় ৫৪.৩ লাখ নাগরিক কোভিড পজিটিভ এবং বছরের শেষ নাগাদ এ সংখ্যা ১২৫ লাখে গিয়ে দাঁড়াবে।
সাংহাইয়ের হাসপাতালগুলোতে ইতিমধ্যেই অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসাকর্মীরা চাপের মধ্যে রয়েছেন। স্কুল, কলেজ, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন।
আই. কে. জে/