স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (২২ ডিসেম্বর) শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগেই আলোচনায় মিরপুরের উইকেট। ৭ মাস পর এ মাঠে আবারও টেস্ট খেলতে নামছে টিম টাইগার। আভাস মিলছে এ ম্যাচের উইকেট হতে যাচ্ছে স্পিন সহায়ক। স্বাগতিক কন্ডিশন কাজে লাগিয়ে যার পুরো ফায়দা তুলে নিতে চায় বাংলাদেশ।
এদিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ব্রিসবেন টেস্ট দু’দিনেই শেষ! দু’দলের চার ইনিংস মিলিয়ে রান হয়েছে মোটে ৫০৪, উইকেট পড়েছে ৩৪টি। টেস্ট ক্রিকেটকে নতুন মাত্রায় নিয়ে গেছে ইংল্যান্ড। হোম কন্ডিশনের পুরো ফায়দা তুলে নিতে সিদ্ধহস্ত নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। আর সাদা পোশাকে বাংলাদেশ তো গেল ২২ বছর ধরেই ধুঁকছে।
ঘরের মাঠে কিংবা অ্যাওয়ে ট্যুর, টাইগারদের শক্তির জায়গা স্পিনে। এই স্পিন ফাঁদে ফেলেই সাদা পোশাকে তারা ধরাশায়ী করেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো প্রতিপক্ষকে। তবে সাম্প্রতিক সময়ে পেস বিপ্লবে সেই ধাঁধা থেকে কিছুটা বের হতে চেয়েছিল টাইগার ম্যানেজমেন্ট। কিন্তু তাতে ফল মেলেনি। ফলে বিসিবি সূত্রে ইঙ্গিত মিলছে আবারও জানা সূত্রেই ফিরছে বাংলার ক্রিকেট। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের উইকেট নাকি হচ্ছে স্পিন নির্ভর। যেখানে আবারও এক পেসার তত্ত্বে ফিরতে পারে বাংলাদেশ দল।
এমনিতেই টানা ক্রিকেটে মিরপুরের উইকেট নিয়ে দুর্নামের কমতি নেই। তবে চলতি বছর যথেষ্ট বিশ্রাম পেয়েছে হোম অব ক্রিকেটের ২২ গজ। তবুও অধিনায়ক সাকিবই নাকি চাইছেন টিম ইন্ডিয়ার বিপক্ষে স্পিন বান্ধব উইকেট। তবে চট্টলায় অশ্বিন-কুলদীপদের বিপক্ষে ধুঁকেছে বাংলার ব্যাটিং অর্ডার। তাই তো এই ফর্মুলাও হতে পারে বুমেরাং।
এম/
আরো পড়ুন: