ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর এজেন্সির ব্যবসায়ী ও দোকানদারেরা রাজনৈতিক প্রশাসনকে গত ১২ দিন ধরে বন্ধ থাকা একটি বাজার শনিবার পুনরায় খুলে দেয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় তারা এর প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করবে বলেও হুমকি প্রদান করে।
অল তাজির অ্যাসোসিয়েশন, বাজাউর এজেন্সির এক জরুরি সভায় সভাপতি শের বাহাদুরের সভাপতিত্বে এ দাবি জানানো হয়।
এতে অংশগ্রহণকারীরা জানান, ইনায়েত কিল্লে প্রধান বাজার রাজনৈতিক প্রশাসন বন্ধ করে দিয়েছে।
তারা আরো জানান, বাজারে সবজিসহ নিত্যব্যবহার্য জিনিসপত্র পঁচে গিয়ে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। শীঘ্রই বাজারটি চালু না হলে অন্যান্য ভোজ্য জিনিসপত্রও পঁচে যাবে বলে তাদের আশঙ্কা।
তারা বলেন, ব্যবসায়ী ও দোকানদারেরা এলাকায় শান্তি বজায় রাখতে রাজনৈতিক প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে প্রস্তুত।
আই. কে. জে /