কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুখবর ডটকম: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রায়েদ ইউনিয়ন শাখা রবিবার বিকালে ইউনিয়নের হাট-বাজার, রাস্তাঘাটসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় প্রচারপত্র বিতরণ করে দশদিন ব্যাপী কর্মসূচী শুরু করেছে।
কর্মসূচীর এলাকাগুলো হলো- উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর বাজার, বালুচরা মোড়, দরদরিয়া মোড়, চকবড়হর বাজার, আমরাইদ বাজার, পোড়ারাজা বাজার, রায়েদ বাজার, রায়েদ দরগাবাজার।

জানা যায়, উন্নয়ন কর্মকান্ড প্রচারের কর্মসূচীতে রয়েছে- কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০০ বেডে উন্নীতকরণ, মা ও শিশু হাসপাতালে স্বাস্থ্যসেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাতৃমুত্যুমুক্ত ঘোষণা, ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর,কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, উপজেলায় সরকারি বিএসসি নার্সিং ইনস্টিটিউট, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতাসহ সুবিধা, ওএমএস এর চাল বিতরণ, টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ, বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ, শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ সরকারিকরণ, কাপাসিয়া পাইলট স্কুল সরকারিকরণ, কাপাসিয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ, আইসিটি ল্যাব স্থাপন, সরকারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলায় ভূমিহীন গৃহহীনদের আবাসন নির্মাণ, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, ডিজিটাল তথ্য সেবাকেন্দ্র, বিভিন্ন বাজারে সরকারি ভবণ নির্মাণ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, ইটের সলিংকরণসহ দৃশ্যমান উন্নয়ন, শতভাগ বিদ্যুতায়ন, একাধিক বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ, আধুনিক থানা ভবন, জাতীয় চার নেতার নামে জাদুঘর নির্মাণ প্রক্রিয়াধীন, শিল্পকলা একাডেমি, বই পড়া কর্মসূচি, তাজউদ্দীন আহমদ ভাস্কর্য নির্মাণ, শতভাগ প্রতিষ্ঠান স্কাউটিং, কৃষকদের আর্থিক প্রণোদনাসহ বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ বিতরণ, বিনামূল্যে সেচ পাম্প বিতরণ, বিএডিসির মাধ্যমে সেচ ব্যবস্থা, সহজ শর্তে কৃষি লোন প্রদান, পোল্ট্রি ও ডেইরী খামরীদের আর্থিক প্রণোদনা, জমির পর্চা খাজনা, খারিজে ডিজিটাল সেবা প্রদান এবং কাপাসিয়ার এতিহ্যবাহী কার্পাস তুলা চাষ যা ইতেমধ্যে শুরু হয়েছে।
আওয়ামী যুবলীগ রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের পরিচালনায় যুবলীগ নেতা সেলিম মাহমুদ, ইমতিয়াজ মোড়ল, রহুল আমীন মাস্টার, আতাউর রহমান, বিশ্বজিৎ বর্মণ, হযরত আলী খোকন, হাবীবুর রহমান মিলন, নুরুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
২৫ বিষয়ে ডিসিদের দৃষ্টি আকর্ষণ করলেন প্রধানমন্ত্রী