কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, সুখবর ডটকম: শৈত্য প্রবাহের মাঝে গ্রামের হাজার মানুষ ভীড় জমিয়েছেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে। গত সেমাবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কাপাসিয়ার বেলাশী ফাযিল মাদরাসা সংলগ্ন বিশাল পতিত জমিতে এ দৌড় প্রতিযোগিতা হয়।
খেলায় ঘোড়ার বড় দল, মাঝারি দল ও ছোট দলের প্রতিযোগিতা হয়। বড় দলে টাঙ্গাইলের আবুল হোসেন ঘোড়া প্রথম, মাঝারি দলে পাঁচুয়ার সোহানী, ছোট দলে গাজীপুরের শাহজালাল প্রথম পুরস্কার পায়। ঘোড়ার সোয়ারি ছিল বিভিন্ন বয়সের ছোট শিশুরা।
দ্বিতীয় স্থান অর্জনকারী ফ্রেস বাংলার ঘোড়ার সাবেক মালিক জব্বার বলেন, ফ্রেস বাংলা খুব ভালো ঘোড়া। এ ঘোড়ার দৌড় মানুষকে চমক দেখায়।
প্রতিযোগিতায় আয়োজক কমিটির মতিউর রহমান মতি ও মুনজুর মোর্শেদ বলেন, প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করি। করোনার পর এবার মানুষের সমাগম খুব বেশি। কাপাসিয়া ছাড়াও টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগজ্ঞ, ময়মনসিংহ, ও সুনামগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার নারী-পরুষসহ হাজার হাজার দর্শনার্থী প্রতিযোগিতা দেখতে এসেছে। দূরপাল্লার বাস, পিকআপ, নসিমন ও ট্রাকে করে তাদের আসতে দেখা গেছে।
এক ঘৌড় সোয়ারী বলেন, আমার খুব ভালো লাগে ঘোড়া দৌড়াতে। আমি ছোট বেলা থেকেই সোয়ারির কাজ করছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন, জেলা পরিষদ সদস্য উম্মে কুলসুম শিল্পী, আ.লীগ নেতা মিজানুর রহমান প্রধান, সোহরাব হোসেন মোল্লা, মোস্তফা সিকদার বাদল, বাদল মোল্লা, আল আমীন শেখ, আবুল কাশেম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
বাড়লো বিয়ে ও তালাকের খরচ : বিধিমালা সংশোধন