ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: চীনের একটি কোভিড টেস্ট কিট কারখানায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, গত শনিবার, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে শ্রমিক ছাঁটাই এবং মজুরি নিয়ে বিরোধের ঘোষণার পর বিক্ষোভ শুরু হয়।
চীনা সরকার হুট করে শূন্য কোভিড নীতি তুলে নেওয়ার পর দেশটি কোভিডের ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের সাক্ষী হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শত শত শ্রমিক কারখানার বাইরে জড়ো হয়ে রয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ তাদের টাকা ফেরত চেয়ে চিৎকার করছে।
এ সময় অ্যান্টিজেন পরীক্ষা করার কিটের বাক্সগুলোকে মাটিতে ছড়িয়ে থাকতে দেখা যায়।
অপর একটি ভিডিওতে দেখা যায়, শ্রমিকরা পুলিশদের উপর চেয়ার, ক্রেট ইত্যাদি ছুঁড়ে মেরে তাদেরকে পিছু হটতে বাধ্য করে।
ভিডিওগুলোতে দাবি করা হয় যে, শ্রমিকদের বেতন অন্যায়ভাবে আত্মসাৎ করা হয়েছে এবং এ আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে।
শনিবার সকালে কর্মীদেরকে ছাঁটাই করা হলে এবং তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বেতন প্রদান না করা হলে, তারা বিক্ষোভ শুরু করে।
যদিও চীনে রাজনৈতিক বিক্ষোভ বিরল, তবে শ্রম সমস্যা নিয়ে প্রতিবাদ এবং কোনও নির্দিষ্ট কোম্পানিকে নিয়ে বিক্ষোভ প্রায়শই ঘটে থাকে।
আই.কে.জে/