spot_img
24 C
Dhaka

১লা এপ্রিল, ২০২৩ইং, ১৮ই চৈত্র, ১৪২৯বাংলা

করোনা রোগীর সেবায় সম্প্রীতি বাংলাদেশের ৮৭ চিকিৎসক

- Advertisement -

সুখবর প্রতিবেদক: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসায় পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে “সম্প্রীতি বাংলাদেশ”। এমন ক্রান্তিকালে পর্যায়ক্রমে (বাই-রোটেশন) ডিউটি করার প্রত্যয় জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের ৮৭ জন চিকিৎসক।

সোমবার সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের এই দুর্যোগ মুহুর্তে সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুবিধার্থে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে ৮৭ জন চিকিৎসকের প্যানেল গঠন করা হয়েছে।

করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাবে কোভিড-১৯ রোগীর সুনামি ঠেকাতে চিকিৎসকদের ভূমিকাই অনবদ্য। অন্য দেশের মতো আমাদের বিশেষজ্ঞরাও ঝাঁপিয়ে পড়েছেন বেশ আগেই। ইতোমধ্যে বহু ডাক্তার সংক্রমণের শিকার হয়েছেন। কেউ জীবন দিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। সম্ভাব্য ঝুঁকি জেনেও এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ডাক্তারবৃন্দ।

বায়ুবাহিত না হলেও এর মারাত্মক দিক যেহেতু হাঁচি-কাশির ফোঁটা থেকে ছড়ানো, তাই কেউ কেউ আবার ভয়ও পাচ্ছেন। এমন এক ক্রান্তিকালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় বাই-রোটেশন দায়িত্ব পালন করার প্রত্যয় জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের অভিজ্ঞ এই চিকিৎসকবৃন্দ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টা তাঁরা সেবা দিয়ে যাবেন। যখন যার প্রয়োজন ঘরে বসেই ফোন করে করোনা মুক্তির উপদেশ ও চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসকদের তালিকা ও ফোন নম্বর পেতে সম্প্রীতি বাংলাদেশের ফেসবুক পেজের এই লিংকটিতে ক্লিক করুন।

https://www.facebook.com/sampritee.bangladesh
- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ