বিজন সরকার:
বাংলাদেশে করোনার যে ভার্সন দেখছি তাতে আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই বলেই মনে হচ্ছে!! করোনা বাংলাদেশে তেমন সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না!! বরং করোনা বাংলাদেশের জন্য ‘আশীর্বাদ’ হয়ে উঠতে পারে!!
করোনা-উত্তর বিশ্ব বাণিজ্যে এন্টি-চায়না সেন্টিমেন্ট বড় নিয়ামক। সারা বিশ্বেই এটি এখন বাস্তবতা।
জাপান নিজ দেশের কোম্পানিগুলিকে চীন থেকে সরিয়ে নিতে প্রণোদনা দিচ্ছে। খুব সম্ভবত ভারতকে প্রথম বিবেচনায় রাখছে।
ভারত সরকার কয়েকটি রাজ্যকে প্রস্তুত করে রাখছে যাতে কেউ যদি চীন ছেড়ে যেতে চায় ভারত তাদেরকে নিয়ে আসতে পারে।
আমেরিকা চীনের সাথে বাণিজ্যের সকল বিষয় পুনর্মুল্যায়ন করবে।
অবাক করার বিষয় হল আমেরিকা দেশটির ৮০ শতাংশ মেডিসিন এবং ৫০ শতাংশ সব্জি চীন থেকে নিত।
ইউরোপও চীনের জন্য কঠিন হয়ে যাবে।
চীনের প্রভাবশালী বুদ্ধিজীবীরা কমিউনিস্ট সরকারকে সম্ভাব্য যুদ্ধের কথাও মনে রাখতে তাগিদ দিচ্ছে।
এমতাবস্থায় বাংলাদেশে গার্মেন্টের পাশাপাশি ঔষধ শিল্পের প্রচুর সম্ভাবনা জাগছে। হোম টেক্সটাইল, চামড়া, জুতা, ব্যাগ ও সাইকেলসহ অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশ চীনের বেস্ট অল্টারনেটিভ।
লেখক: ভাষা গবেষক; রাজনৈতিক বিশ্লেষক।