সুখবর প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আকাশ, নৌ ও স্থলপথে প্রায় ২ লাখ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে, কারো মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে নবনির্মিত নার্সিং ভবনের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘বিভিন্ন পোর্ট দিয়ে যারা বাংলাদেশে ঢুকেছে তাদের আমরা স্ক্রিনিং করেছি। যেখানে অসুস্থতা দেখা গেছে তাদেরকে আমরা হাসপাতালে নিয়েছি, পরীক্ষা করেছি। এখন পর্যন্ত সব পরীক্ষা নেগেটিভ এসেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি আতঙ্কিত হওয়ার কিছু নাই।