ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
আওয়ামী লীগের ফেইসবুক পেইজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমত ভাইরাল হয়ে গেছে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান।
টিকা নিয়ে অনেকেই সেই ছবি ফেইসবুকে শেয়ার করছেন, দ্রুত টিকা আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন।
করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১লা এপ্রিল, ২০২৩ইং, ১৮ই চৈত্র, ১৪২৯বাংলা
সর্বশেষ
***রপ্তানির আড়ালে বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকা***আকিজ ফুডে ম্যানেজার পদে চাকরির সুযোগ***তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর***খোকন কুমার রায়ের হৃদয় ছোঁয়া বিরহের গান ‘অনন্ত পিয়াসা’ (ভিডিও)***মাতারবাড়ির আঞ্চলিক হাব বদলে দেবে দেশের অর্থনীতি***স্নাতক পাসে সিটি ব্যাংকে চাকরির সুযোগ***অটিজম বিষয়ে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠান***পরপর দুই বারের বেশি সভাপতি নয়***সুলভ মূল্যের মাংস-দুধ-ডিমের চাহিদা বাড়ছে***বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ নিয়ে ‘সারা’র ঈদ আয়োজন
করোনার টিকা নিলেন শেখ রেহানা
- Advertisement -
- Advertisement -
- Advertisement -