নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তার স্ত্রী রাহাত আরা বেগম ও ব্যক্তিগত গাড়িচালক হেলাল উদ্দিনও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। সোমবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে এই টিকা নিয়েছেন তারা। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির একাধিক নেতা টিকা নেন।
করোনা মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
২৩শে মার্চ, ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯বাংলা
সর্বশেষ
***রমজানে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে : এফবিসিসিআই***বগুড়ার সেই বিচারককে প্রত্যাহার***রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের***প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ***ইফতারে খেজুর খাবেন যে কারণে***ঘরোয়া উপায়েই দূর হবে কনুইয়ের কালো দাগ***এসএসসি পাসে জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি***আজ প্রথম তারাবি, কাল রোজা শুরু***রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি***বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে: পেসারদের স্বপ্নের দিনে হাসানের ৫ উইকেট, ১০১ রানেই শেষ আয়ারল্যান্ড
করোনার টিকা নিলেন মির্জা ফখরুল
- Advertisement -
- Advertisement -
- Advertisement -