ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: জাতিসংঘের শরণার্থী সংস্থা পাকিস্তানের সিন্ধু প্রদেশে আফগান শরণার্থীদের গ্রেফতার ও আটকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
গত শুক্রবার, সিন্ধের মন্ত্রী শারজিল মেমন বলেন, প্রদেশে ১৭৮ জন শিশুসহ, ১২৯ জন আফগান মহিলা অবৈধ অভিবাসীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে কোনও নাবালককে গ্রেফতার করা হয়নি।
কারাগারে বন্দি শিশুদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পাকিস্তানি এই মন্ত্রী জানান, আইন অনুযায়ী, সাত বছরের কম বয়সী যেকোনও শিশু কারাগারে তার মায়ের সাথে থাকতে পারে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা এ ব্যাপারে বলেছে যে, আশ্রয় চাওয়ার মৌলিক মানবাধিকার প্রয়োগের জন্য মানুষকে শাস্তি দেওয়া বা অপরাধী বলে গণ্য করা উচিত নয়। পাকিস্তানসহ আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোকে যেসব মানুষেরা নিরাপত্তা চাইছে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আহ্বান জানায় এ সংস্থা। আফগানিস্তানে নিরাপত্তা, আইনের শাসন এবং মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি না হওয়া পর্যন্ত আফগান নাগরিকদের এবং আফগানিস্তানের প্রাক্তন বাসিন্দাদের জোরপূর্বক প্রত্যাবর্তন স্থগিত করার জন্য বিশ্বব্যাপী রাজ্যগুলিকে আহ্বানও জানিয়েছে এটি।