মাটিতেই রেখ আমায়
শুভাশীষ কুমার চ্যাটার্জী:
আগুন দেখেছি অনেক
ফাগুনের রঙে।
কখনো কৃষ্ণচূড়ার মিছিলে
জ্বলেছি ঘুরে দাঁড়ানোর কামনায়।
সাহসী শঙ্খচিল হয়ে।
বিষাক্ত বটিকা ধুয়ে ফেলেছি
সুগন্ধি কুলকুচি দিয়ে।
জল দেখেছি ঢের, মন ভিজেছে জলে,
জমেছিল চোখের নৈঋত কোনে
কখনো বাঁশদহার বাঁওড় এর মত।
লাল জল ও গড়িয়েছিল একদা
শকুনের মুখের খোঁচায়।
আকাশ দেখেছি অনেক
মন যেখানে ভেসে বেড়ায়।
রঙধনুর ছবি আঁকে
বিমুর্ত বাসনায়।
মাটিতে ছিলাম আমি
এখনো আছি।
মুখ কথা কয় যেন
ভিজে যাওয়া বাসন্তি কোকিলের মত।
কান আজো শুনে যায়
নিরপেক্ষ শ্রোতার মত।
মাটিতেই রেখো আমায়
রাম মোহনের সমাধির মত।
যাওয়ার বেলায় একটি গান
ধায় যেন মোর সকল ভালবাসা
প্রভু তোমার পানে।
এসি/ আই. কে. জে /
আরো পড়ুন: