নয়া প্রেম!
খোকন কুমার রায় :
মন মজিয়ে নতুন প্রেমে
পড়েছি এক রঙ্গিন ভ্রমে
আমি এদিক সে ওদিকে যায়
কেমনে মিলব দুজনায়!
দুঃখের কথা কারে বলবো হায়
মন যে আমার প্রেম পিয়াসায়
সর্বদা থাকি দোটানায়
কষ্টের কথা কারে বলা যায়!
তুমি ছাড়া আপন কেউ নাই
এই জন্যি তোমারে সুধাই
কী করিলে পাব তার মন
আজি পড়েছি ভাবনায়!
তুমি হে শ্যাম কালিয়া
প্রেমসিন্ধু পাড়ি দিয়া
কী মায়ার যাদু বলে
রাধের মন দোলে দোলনায়!
তোমার মধুর বাঁশির সুরে
কত গোপিনীর অঙ্গ উড়ে
ধরিতে তোমায় দেখি না
কিরূপ প্রেমে মন মজে যায়!