- Advertisement -
কাম
খোকন কুমার রায়:
হুরি আর উর্বশী চিন্তায়
সদাই পাগল সর্বক্ষণ
ক্যামনে যে যায় পাওয়া
জিগায়রে ব্যাকুল মন !!!
মনের ক্ষুধা মিটে না যে
ভাবি বসে সারাক্ষণ
কবে পাবো তাহাদের
মন মোহিনী দর্শন!
তাদের চিন্তায় ঘুম আসে না
রাতভর কাটে জাগনা
প্রেয়সীকে ভাল্লাগে না
মেনকাদের প্রয়োজন!
তাদের সাধে পাগল এ মন
আজি হইল উচাটন
মর্ম বুঝে কর কর্ম
যপো সষ্ট্রা দিয়ে মন!
কাম বাসনা লাগি
অন্ধ হইলা তুমি আজি
পাবানা তাহারে তুমি
প্রেম না জাগে যতোক্ষণ!
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের কবিতা “রুপান্তর”
আই. কে. জে/
- Advertisement -