আয়না
খোকন কুমার রায় :
আয়নার সামনে দাঁড়াও
দেখ নিজেকে, নতুন করে
কী দেখতে পাচ্ছ পরিবর্তিত নজরে?
তুমি আর আগের মতো নেই!
তোমার হিসাবের যোগফলও শূন্য
তুমি এখন বিয়োজিত, বিবর্জিত
এতকাল যা ভেবে এসেছ
কোনো কিছুই ঠিক নেই,
ছিলও না হয়তো কখনো!
শুধু অন্ধদৃষ্টি আর সদ্ভাব লয়ে মনে
ঠকেছ বহুকাল বিশ্বাসে জনে জনে!
চোখের সামনের বস্তুবাদী আয়না
কী দেখাচ্ছে তোমাকে?
চারিপাশের পুঁজিবাদী ভাবনা
কী শেখাচ্ছে এ লোকে?
তহবিল লাগি করে কত যে চাতুরী
দলে ভারি ওরা, করে পুকুর চুরি!
এই শক্তি সামর্থের যুগে, তুমি যে অচল মাল
কুমির বহুত এনেছ, নিজে কেটে কেটে খাল!
ধন ধান্য পুষ্প, এগুলো নয় তোমার জন্যি
ধান্দাবাজে লভে সব, তাদেরই সব পুণ্যি!
তুই যে পাপি হে, এই ঘোর কলি কালে
পূণ্যবান তারাই যারা মারে ফাকতালে!
সততা রাখলে এখানে পড়বি যাঁতাকলে
ভিখারি বানাবে তোরে কতই না কৌশলে!
কী স্বপ্ন দেখবি তুই দুচোখ পাতিয়া
হয় যে সবই সম্ভব বিনিময় হাদিয়া!