spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

খোকন কুমার রায়ের কবিতা: অন্ধকারে বীজন

- Advertisement -

অন্ধকারে বীজন

খোকন কুমার রায় :

আঁধারে অঙ্কুরিত বীজ, জীবন কাটে আলোক সন্ধানে

আহার যোগাতে সময় যায় যে চলে, সালোকসংশ্লেষণে

এ দিক ও দিক কোন দিক ঠিক, নির্ণয়ে দিশেহারা

কোন দিক বাড়লে পাবে জীবন, ভেবেই পাগলপারা।

শিকর কেমনে গজিয়ে উঠবে, চিন্তায় উদ্বিগ্ন মন

কী করে বাঁচবে এই আঁধারে, হতাশায় সারাক্ষণ

এমন বীজে কেমনে প্রাণ সঞ্চারিল আজি

সংগ্রামে কাটে জীবন, রাখিয়া জীবন বাজি।

কেন হইল এমন জন্ম, ভাবিয়া কাটে বেলা

কে খেলে তাহারে লয়ে জীবন-মৃত্যু খেলা

কেন জন্মায় এমন প্রাণ ভেবে হয় অভিমান

স্রষ্টা যদি দায়ী তবে কেন দেব তারে সম্মান।

আরও ঘোর অন্ধকার ঘনিয়াছে চারদিক

আপনারে লয়ে ব্যস্ত সবাই ছুটে দিগ্বিদিক

সন্ধানি মন খুঁজে বেড়ায় এমন কেউ কি আছে

একটু আলো বাতাস দেবে সদ্য অঙ্কুরিত বীজে।

কত যে সাধ দেখিতে আজ সবুজের সমারোহ

স্বপ্ন হয়ত অপূর্ণই রবে তবু ফুরায় না জীবন মোহ

আঁধারে জন্ম এই আঁধারেই হয়ত হবে যবনিকাপাত

তবুও আফসোস, করলো না কেউ একটু আলোকপাত।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ