লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: গ্রীষ্মের প্রচণ্ড গরমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) প্রশান্তি দেয়। একসময় এই যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ মনে করা হলেও বিশ্বজুড়ে গরমের তীব্রতা বাড়তে থাকায় এটি এখন প্রয়োজনে পরিণত হয়েছে। তবে এই যন্ত্রটি কখনো কখনো নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।
বর্তমানে প্রায় নিয়মিতই এসি বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়। তবে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে।
ফিল্টার নেট পরিষ্কার করুন
১৫ দিন অন্তর এসির ফিল্টার নেট পরিষ্কার করতে হবে। খুবই সহজ এই কাজটি এসিকে রাখবে নিরাপদ ও কর্মক্ষম। আর এই কাজটি করতে মাত্র মিনিট দশেক সময় লাগে। আপনার এলাকায় ধুলা কম হলে মাসে একবার এই কাজটি করলেই চলবে।
প্লাগের স্থান
এসি বরাবর ঠিক নিচে সুইচ বা প্লাগ না রাখাই ভালো। সার্কিট ব্রেকার ঠিকঠাক রাখতে হবে। আর্থিং করানো থাকতে হবে অবশ্যই।
ঘরের আয়তন অনুযায়ী এসি
ঘরের আয়তন অনুযায়ী এসি কিনুন। এসি চালানো অবস্থায় ঘরের দরজা-জানালা বন্ধ রাখুন। এসির কাছাকাছি কোনো দাহ্য পদার্থ কিংবা রাসায়নিক দ্রব্য রাখবেন না। গ্যাসের লাইন থেকে এসি দূরে রাখুন।
রক্ষণাবেক্ষণ জরুরি
৬ মাস অন্তর দক্ষ ব্যক্তিকে দিয়ে এসির ভেতর ও বাইরের অংশের রক্ষণাবেক্ষণ করিয়ে নিন। নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীকে আনিয়ে নিতে পারেন। সুরক্ষিত থাকতে এই কাজটি করা জরুরি।
শব্দ হলে সতর্ক হোন
এসি ঠিকভাবে কাজ না করলে, অস্বাভাবিক শব্দ করলে, এসি থেকে পানি পড়লে কিংবা অন্য কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে দিন। নির্মাণকারী প্রতিষ্ঠানের সহায়তা নিন।
ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখুন। এতে বড় বিপদ এড়ানো সম্ভব হবে।
ওআ/