spot_img
26 C
Dhaka

৯ই ডিসেম্বর, ২০২২ইং, ২৪শে অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

সর্বশেষ

এলিয়েনদের প্রতি মার্কিনিদের বিশ্বাস বেড়েছে

- Advertisement -

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সুখবর ডটকম: এলিয়েন বা ভিনগ্রহবাসীদের প্রতি বিশ্বাস বাড়ছে মার্কিনিদের। মহাবিশ্বে ভিনগ্রহবাসীর উপস্থিতি আছে বলে মনে করেন অন্তত ৫৭ শতাংশ মার্কিন নাগরিক। এই ভিনগ্রহবাসীরা মানুষের থেকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং মানব সভ্যতার প্রতি তারা হুমকিস্বরূপ হতে পারেন বলেও মনে করেন দেশটির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ।

আগামী ২০০ বছরের মধ্যে এলিয়েনদের সাথে সরাসরি যোগাযোগ হওয়ার পক্ষে রায় দিয়েছেন ৪২ শতাংশ মার্কিন নাগরিক।

সম্প্রতি ইউগভ আমেরিকা নামক একটি সংস্থার জরিপে এসব তথ্য ওঠে আসে।

গত সেপ্টেম্বর মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত এক হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

শতকরা ৫৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, বিশ্বে অথবা খোদ পৃথিবীতেই এলিয়েন অবশ্যই আছে অথবা থাকার সম্ভাবনা আছে। অন্তত ৩৪ শতাংশ মার্কিনি মনে করেন, ইউএফও এলিয়েনদের বিশেষ বাহন অথবা খোদ এলিয়েনদের একটি রূপ।

১৯৯৬ সালেও এর হার ছিল মাত্র ২০ শতাংশ। প্রায় ৬৬ শতাংশ মার্কিনি মনে করেন, ভিনগ্রহবাসীরা মানুষের থেকে প্রযুক্তিগতভাবে অনেক দূর এগিয়ে আছে। আর কখনো যদি পৃথিবীতে এলিয়েনরা সরাসরি আত্মপ্রকাশ করে তাহলে সেটা মানব সভ্যতার জন্য হুমকিস্বরূপ হবে বলে মনে করেন ৩৫ শতাংশ মার্কিন নাগরিক।

আগামী ২০০ বছরের মধ্যে এলিয়েনদের সাথে সরাসরি যোগাযোগ হওয়ার পক্ষে রায় দিয়েছেন ৪২ শতাংশ মার্কিনি।

পাশাপাশি ইউএফও দেখার হারও বেড়েছে মার্কিনিদের মধ্যে। দেশটির ন্যাশনাল ইউএফও রিপোর্টিং সেন্টারে ইউএফও দেখার হার বেড়েই চলছে। ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন অংশে অন্তত ছয় হাজার ইউএফও দেখা যায় বলে তালিকা করে সংস্থাটি। এই সংখ্যা ২০২০ সালে সাত হাজারের বেশি হয়।

এম এইচ/

আরও পড়ুন:

নতুন রেকর্ড! ৯০৮ দিন পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরল এক্স-৩৭বি

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ