নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: এবার সশরীরে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে বইমেলার কার্যক্রম পরিদর্শন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এবার সশরীরে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এমন সিদ্ধান্তই রয়েছে। তিনি ১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে মেলায় যাবেন। এরপর উদ্বোধন ও পরিদর্শনের পর আমরা সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বইমেলাকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হবে। এ ছাড়া বইমেলার একটি নীতিমালা রয়েছে। এখানে যারা অংশ নেবেন, তাদের সবাইকে সে নীতিমালা মেনেই অংশ নিতে হবে। এ ছাড়া একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এর মাধ্যমে যেসব প্রতিষ্ঠান এ নীতিমালার বাইরে যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বইমেলায় সাত সদস্যের এ টাস্কফোর্সের একটি কমিটি থাকবে।’
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
ঢাকায় মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা