বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালনায় জিতের প্রযোজনা প্রতিষ্ঠান ‘জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড’ থেকে ‘মানুষ’ নামের একটি সিনেমা শুরু হতে যাচ্ছে।
সম্প্রতি অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি হয়। সে সময় নির্মাতা জানিয়েছিলেন ছবিটিতে জিতের বিপরীতে থাকছেন দুই নায়িকা।
শুক্রবার (২ ডিসেম্বর) কেক কেটে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয় কলকাতায়। সূচনালগ্নেই দুই নায়িকার এক নায়িকাকে সামনে নিয়ে আসেন জিৎ। তিনি সুস্মিতা চ্যাটার্জি।
এই অভিনেত্রী টালিউডের প্রসেনজিৎ থেকে দেব, সোহম হয়ে জিতের মতো তাবড় অভিনেতাদের প্রায় সকলের সঙ্গেই অভিনয় করেছেন।
ওই আয়োজনে জিৎ সুস্মিতা ও পরিচালক সঞ্জয় সমদ্দার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ‘মানুষ’-এর সঙ্গে যারা সম্পৃক্ত থাকবেন তাদের অনেকেই।
শুক্রবার কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে সঞ্জয় বলেন, ‘ছবিটিতে দুইজন নায়িকা থাকছেন। একজন কলকাতার বেশ পরিচিত মুখ সুস্মিতা চ্যাটার্জি। অন্যজনের নাম শিগগির প্রকাশ করা হবে।’
পরিস্থিতির কারণে মানুষের বদলে যাওয়ার গল্প নিয়ে ‘মানুষ’। এর প্রধান ভূমিকায় জিতই অভিনয় করবেন। জিৎ ছাড়াও গোপাল মান্দানি এবং অমিত জুমরানি ছবিটি প্রযোজনা করবেন।
এসি/ আইকেজে
আরো পড়ুন: