সুখবর ডেস্ক : স্বয়ংক্রিয় গাড়ি ও ড্রোনে করে পণ্য পরিবহন উন্নত বিশ্বের অনেক দেশেই এখন সাধারণ ঘটনা।
এক্ষেত্রে এবার আরেক ধাপ এগোল যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড। তারা একধরনের রোবট বানিয়েছে, যা মানুষের মতো হাতে পণ্য নিয়ে হেঁটে গ্রাহকের বাড়ি গিয়ে দিয়ে আসবে।
ফোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামজন বা ফেডএক্সের মতো অনেক প্রতিষ্ঠান ছোট স্বয়ংক্রিয় গাড়ি দিয়ে পণ্য পরিবহন করে থাকে। একে উঁচু-নিচু রাস্তা বা সিঁড়ি বেয়ে উঠার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।
এ থেকে মুক্তি পেতে নতুন রোবট আবিষ্কার করেছে তারা, যেটির মানুষের মতো হাত ও পা রয়েছে। ‘ডিজিট’ নামের ওই রোবট সর্বোচ্চ ৫০ পাউন্ড ওজনের পণ্য হাতে করে নিয়ে যেতে পারে।
ফোর্ড জানিয়েছে, পণ্য পরিবহনে মানুষের সংশ্লিষ্টতা না রাখতে স্বয়ংক্রিয় গাড়িতে করে পণ্য ও রোবট যাবে। এরপর রোবটটি গাড়ি থেকে পণ্য গ্রাহকের বাড়ি দিয়ে আসবে। মঙ্গলবার রোবটটির পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছে ফোর্ড।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর ফলে তাদের পণ্য পরিবহন বাবদ কর্মীদের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ১০ শতাংশ সাশ্রয় হবে। সিএনএন।