spot_img
20 C
Dhaka

৫ই ডিসেম্বর, ২০২২ইং, ২০শে অগ্রহায়ণ, ১৪২৯বাংলা

এবার টিকটক করতে বয়স হতে হবে ১৮

- Advertisement -

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সুখবর বাংলা: সোশ্যাল মিডিয়ায় আলোচিত প্ল্যাটফর্ম টিকটক। শর্ট ভিডিও তৈরিতে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি। এবার নতুন নিয়ম নিয়ে আসছে টিকটক। আর তা হলো, লাইভ ভিডিও প্রচারে বয়সসীমা বাড়ানো।

অর্থাৎ এখন থেকে লাইভ সুবিধা পেতে ব্যবহারকারীদেরকে অবশ্যই বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

সোমবার এই ঘোষণা দিয়েছে চীনের এই ভিডিও প্ল্যাটফর্ম সংস্থাটি।

ব্যবহারকারীদের রক্ষা করতেই এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটক ব্লগ পোস্টে জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে কার্যকর হবে বয়সসীমার এই নতুন নিয়ম। তবে ১৮ বছরের নিচে ভিডিও করতে না পারলেও অন্যদের ভিডিও দেখার সুযোগ পাবে।

এছাড়া চাইলে ভিডিও নির্মাতারা তাদের দর্শকদের বয়স নির্ধারণ করতে পারবেন। ফলে শুধুমাত্র সেই ভিডিও দেখার সুযোগ পাবেন নির্দিষ্ট বয়সের দর্শকেরা। এখন থেকে ব্যবহারকারীরা লাইভে পাঁচজন পর্যন্ত অতিথিকে একসঙ্গে রাখতে পারবেন।

এদিকে ‘ডিরেক্ট মেসেজ’ বা সরাসরি মেসেজ করার ক্ষেত্রে বয়সসীমা ১৬ করছে টিকটক। এই বয়সের নিচে কেউ ডিরেক্ট মেসেজ করতে পারবে না। অন্যদিকে কেবল ১৮ বছর হলেই পাঠানো যাবে ভার্চুয়াল উপহার।

কোম্পানিটি আরও বলেছে, ব্যবহারকারীদের নিরাপত্তায় কোনো আপস করতে চাই না। আমাদের তরুণ সদস্যদের আরও সুরক্ষা দিতে চাই।

সূত্র: ম্যাশেবল

এম এইচ/

আরো পড়ুন:

আমি বারবার গর্ভবতী হতে চাই: শুভশ্রী

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ