আন্তর্জাতিক ডেস্ক, সুখবর বাংলা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আগাম জামিনের মেয়াদ আবারও বাড়িয়েছেন দেশটির আদালত। খবর আল জাজিরা।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগের জামিনের মেয়াদ শেষ হলে কড়া নিরাপত্তায় আদালতে পৌঁছান ইমরান। এরপরই তাকে আবার ১২ সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে জামিনের মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।
এর আগে গত মাসে সমাবেশের উসকানিমূলক ভাষণের অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এর পরপরই আগাম জামিনের আবেদন করেন ইমরান খান।
২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ০১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন।
বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই দিন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। ওই সময় পর্যন্ত জামিনের থাকবেন তিনি।
জানা যায়, ইমরান খানকে এক লাখ রুপির জামানত বন্ডে জামিন দেন বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান।
আরও পড়ুন:
এশিয়ার নোবেল র্যামন ম্যাগসেসে জিতলেন চার জন