spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

ইবির বাংলা বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত

- Advertisement -

ইবি প্রতিনিধি,সুখবর ডটকম: “যুক্ত হই মুক্ত আনন্দে” স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের ৩৩টি ব্যাচের সাবেক ও বর্তমান মিলে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন তারা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

ইবির বাংলা বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত
ছবি: সুখবর ডটকম

শোভাযাত্রাটি রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বাকী বিল্লাহ’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের জৈষ্ঠ্য অধ্যাপক ড. সরোয়ার মুর্শিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, একটি ভাষা একটি সমাজকে বিনির্মাণ করতে পারে। একটি কবিতা সমাজের বিশৃঙ্খলাগুলো নিঃশ্বেষ করে দিতে পারে। একটি অস্ত্র দিয়ে আপনি যেটা করতে পারবেন না, একটি সুন্দর কথার মাধ্যমে সেটা করা সম্ভব। একটি সুন্দর ভাষা একটি চমৎকার পরিবেশ তৈরি করতে পারে। বর্তমানে শুধু বাংলাদেশই নয় বহিঃর্বিশ্বের অ্যালামনাইরা উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা তাদের প্রতিষ্ঠান বা বিভাগকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বেলা ১২টার দিকে বিভাগটির অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। পরে বিকাল ৩ টা থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ করা হয়। এরআগে, পুনর্মিলনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আমবাগান সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করে বিভাগটি।

এম/

আরো পড়ুন:

৪০ ঘণ্টা পর স্বাভাবিক রাবি ক্যাম্পাস

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ