ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ইন্টারেনেটের মাধ্যমে সারাবিশ্ব এখন একত্রিত। এবার এই ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ঘটল এক বিস্ময়কর ঘটনা। জানা যায়, চন্দ্র নববর্ষ উপলক্ষে ৩ কোটি লোকের বসবাসের শহর চীনের চংকিং-এর সানক্সিয়া স্কোয়ারে স্থাপন করা হয়েছিল একটি বিরাটাকার খরগোশ আকৃতির ফানুস। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা এ ফানুসটিকে কুশ্রী হিসেবে অভিযোগ করলে তৎক্ষণাৎ ফানুসটি ছিঁড়ে ফেলা হয়।
উইচ্যাট ব্যবহারকারী একজন এ ব্যাপারে বলেন যে, খরগোশটির আকৃতি একজন মানুষের মতো ছিল এবং এটি কোনও দিক দিয়েই উৎসবের জন্য ব্যবহৃত হতে পারে না।
ইন্টারনেট ব্যবহারকারীদের বক্তব্য হলো চত্বরে এ ধরনের ফানুস খুবই বেমানান। কিন্তু এতসব তর্ক বির্তকের মধ্যেও প্রথাগতভাবে এই খরগোশ আকৃতির ফানুসটি সরানোর কোনও প্রয়োজনীয়তাই ছিল না।
চীনা সংস্কৃতিতে খরগোশকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করা হয়।