নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, এবারের ইজতেমায় বিদেশি নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আজ বুধবার সকালে টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আইজিপি বলেন, ইজতেমায় যোগ দেওয়া বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বিভাগ ও ইজতেমা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। ইজতেমার সামগ্রিক নিরাপত্তায় পুলিশ ও র্যাব বাহিনী এবং গোয়েন্দা সংস্থা ছাড়াও আকাশপথে হেলিকপ্টার টহল থাকবে। সেই সঙ্গে ময়দানে রয়েছে বিভিন্ন ওয়াচ টাওয়ার।
আবদুল্লাহ আল-মামুন বলেন, এবারের বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের তাবলিগের মুরব্বিদের সঙ্গে বৈঠকও করা হয়েছে।
এর আগে বিদেশি মেহমানদের খিত্তা পরিদর্শন করেন তিনি। গাজীপুরের টঙ্গীতে ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গীর তুরাগতীরে চলছে জোর প্রস্তুতি। এরই মধ্যে ইজতেমা ময়দানের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এম/
আরো পড়ুন:
পুলিশকে তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে : ডিএমপি কমিশনার