ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ইউরোপীয় দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনা দৃষ্টিভঙ্গির বিরাট পার্থক্য রয়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির গবেষকেরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সম্পর্কে চীনারা কী ভাবছেন তা বোঝার জন্য একত্রিত হয়েছিলেন। গবেষণাপত্রটি জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল।
লেখক অ্যাডাম লিউ, জিয়াওজুন লি এবং সংগইং ফাং গবেষণাপত্রে বলেন যে, চীনারা ইউরোপের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো অনেক বেশি নেতিবাচকভাবে দেখে।
গবেষকরা ২০৮৩ জন চীনাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নয়টি ইউরোপীয় দেশ, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও ব্রিটেনের প্রতি তাদের অনুভূতি জানতে চায়।
ফলাফল স্পষ্টতই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল। উত্তরদাতাদের মধ্যে মাত্র ২৩% যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে, এবং ৪৩%ই যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নেতিবাচক মনোভাব পোষণ করে।
ইউরোপীয় দেশগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব পোষণ করেছে। ব্রিটেন বাদে ৪৬% উত্তরদাতা ইউরোপীয় দেশগুলোর প্রতি তাদের ইতিবাচক মনোভাবের কথা জানায়। জার্মানি সবচেয়ে অনুকূল ইউরোপীয় দেশের তালিকায় শীর্ষে রয়েছে, ৬৯% চীনা উত্তরদাতা এ দেশের প্রতি ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন।
আই.কে.জে/