আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চায় এবং তা অবশ্যই কূটনৈতিকভাবে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের একদিন পরই এমন মন্তব্য করলেন রুশ প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
পুতিন বলেন, আমাদের লক্ষ্য সামরিক সংঘাতের চাকা ঘোরানো নয় বরং এর অবসান ঘটানো। আমরা এর অবসানের চেষ্টা করব এবং যত দ্রুত হবে, তত ভালো।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিলে এ যুদ্ধের শুরু হয়। ১০ মাস ধরে এ যুদ্ধ চলছে। তবে রাশিয়া অব্যাহতভাবে বলে আসছে তারা আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা বলছে, এর মাধ্যমে রাশিয়া সময় ক্ষেপণ করতে পারে।
পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেকবার বলেছি, বিরোধিতার তীব্রতা অহেতুক পরাজয়ের দিকে নিয়ে যাবে।’
তিনি বলেন, কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমে কোনো না কোনো ভাবে সব সামরিক সংঘাতের অবসান হয়। আগে বা পরে সংঘাতের যে কোনো পক্ষ বসে চুক্তি করে। আমাদের বিরোধীরা এটা যত দ্রুত বুঝতে পারবে তত ভালো। আমরা কখনোই এ ব্যাপারে হাল ছাড়িনি।
এম/
আরো পড়ুন:
চীনে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ