ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে যে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আগামী ১৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট বাইডেন আমাদের সরকার, অর্থনীতি এবং আমাদের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারি, শুক্রবার, হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে স্বাগত জানাতে উন্মুখ।”
তাদের আলোচ্যসূচির শীর্ষে থাকবে উত্তর কোরিয়া, ইউক্রেন এবং চীন সংক্রান্ত নিরাপত্তা বিষয়গুলো।
হোয়াইট হাউস জানিয়েছে, জাপান ও যুক্তরাষ্ট্রের এই দুই নেতা, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়ার বেআইনি অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ এবং তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করবেন।
টোকিও সম্প্রতি একটি নতুন প্রতিরক্ষা নীতি উন্মোচন করেছে এবং কিশিদা এ সম্পর্কে বাইডেনের সাথে আলোচনা করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই জাপানের সবচেয়ে বড় সামরিক গঠন। প্রতিরক্ষার জন্য, ৩২০০ কোটি টাকা ব্যয় করে চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র কিনেছে জাপান।
ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন, পার্শ্ববর্তী রাষ্ট্র তাইওয়ানের উপর চীনের হামলা, সবকিছু বিবেচনা করেই আগেভাগে প্রতিরক্ষা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে জাপান।
হোয়াইট হাউস জানায় যে, আলোচনার সময় বাইডেন জাপানের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন।
১ জানুয়ারি জাপান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের মেয়াদ গ্রহণ করেছে এবং ১৫ সদস্যবিশিষ্ট সংস্থার মাসিক সভার সভাপতির দায়িত্ব পালন করছে।
আই.কে.জে/