ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন। পশ্চিমা বিশ্বের কোনো দেশ এই প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এদিকে এ ঘোষণার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এটি কেবল যুদ্ধকেই ‘তীব্রতর’ করবে।
যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুদ্ধকে তীব্রতর করা। এর ফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।
শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে টেলিফোনালাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।
পরে জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয়, অপর পক্ষকেও সঠিক বার্তা দেবে।
উল্লেখ্য, রুশ হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা কিয়েভকে এ পর্যন্ত ৩ শতাধিক উন্নত ট্যাংক সরবরাহ করেছে।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
আটা-ময়দার ঘাটতি : উচ্চ মুদ্রাস্ফীতির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত