কাপাসিয়া প্রতিনিধি, সুখবর ডটকম: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে সুবিশাল ভবন ও মাঠ নিয়ে গড়ে উঠেছে আল জামিয়া আল ইসলামীয়া চান্দে আলী মাদরাসা। গত শনিবার সকালে ওই মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের শব্দ প্রতিযোগিতা, বার্ষিক ফলাফল, বর্ষসেরা শিক্ষার্থী, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাদরাসার শিক্ষার্থী হাফেজ রাকিব হোসেন ও বর্ষসেরা শিক্ষার্থী মোবাশ্বেরকে বিশেষভাবে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শায়খ মাহমুদুল হাসান মাদানী, আওয়ামী লীগ রায়েদ ইউনিয়ন সভাপতি ও রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরণ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাদল, হাজী মিয়ার উদ্দিন, মাওলানা রফিউদ্দিন, অধ্যক্ষ এহতেশামুল হক, ৬নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মৌ. আ. হাই, ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরবি শব্দ, ইংরেজি শব্দ, ফিকহ ও হাদিস প্রতিযোগিতা হয়। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এম/ আই. কে. জে/
আরো পড়ুন:
আমনে বাম্পার ফলনে ভোলার কৃষকের মুখে তৃপ্তির হাসি