আন্তর্জাতিক ডেস্ক, সুখবর ডটকম: ৩৬ বছরের অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ১৯৮৬’র পর ২০২২-এ এসে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার এই বিশ্বজয়ের নায়কের ভূমিকায় ছিলেন মেসি। এবার সেই নায়ককেই দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন আর্জেন্টিনা ফুটবলের এই মহাতারকা।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবদেনে জানা গেছে, আর্জেন্টিনার ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি।
আর্জেন্টিনার ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো এতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতেই ব্যাংক নোটে মেসির ছবি সংযুক্ত করতে চাচ্ছে।
জানা গেছে, ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরিহিত একটি ছবি। মেসির স্বাক্ষরও থাকবে সেখানে। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। নোটের অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর্জেন্টিনা দলের উল্লাসের ছবি।
এম এইচ/ আই.কে.জে/
আরও পড়ুন:
দেশে ফিরেই বীরোচিত সংবর্ধনায় সিক্ত মরক্কোর ফুটবলাররা