বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: ফুটবলপ্রেমীদের তুমুল আনন্দ-উত্তেজনাকর খেলা উপহার দিয়ে শেষ হলো এবারের কাতার বিশ্বকাপ। সাধারণ ফুটবল অনুরাগীদের মতো বলিউড বাদশহ শাহরুখ খানও খেলা দারুণভাবে উপভোগ করেছেন।
ফাইনাল আসর দেখে আবেগে আপ্লুত হয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শাহরুখের ভাবনায়, এমন খেলা দেখা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যিস এই সময় পৃথিবীতে তিনি রয়েছেন। মেসিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন শাহরুখ।
বিশ্বকাপের ফাইনালে তিনি ছিলেন পাঠান সিনেমার প্রচারণায়, যে ধরনের প্রচারণা বিশ্বে প্রথম।
এদিকে ৩৬ বছর পর বিশ্বকাপের দেখা পেল আর্জেন্টিনা। এ জন্য টুইটারে শাহরুখ খান দিলেন নতুন বার্তা। মেসিকে টুইটে অভিনন্দন জানালেন বলিউড বাদশাহ।
নিজের ছোটবেলার কথা মনে করে লিখেছেন, ‘আমরা যেন সেই যুগে ফিরে গিয়েছিলাম। আমার দেখা সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনাল। ছোটবেলায় একটি ছোট্ট টিভিতে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখার কথা মনে পড়ছে।
এখন আমার সন্তানদের সঙ্গে দেখি। উত্তেজনা একই রয়েছে! আমাদের সবাইকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্ন দেখার ওপর আস্থা ফিরিয়ে দেয়ার জন্য মেসিকে ধন্যবাদ।’
রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকার এ দেশটি।
এসি/ আই.কে.জে/
আরো পড়ুন:
বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতালেন নোরা, ট্রফি উন্মোচন করলেন দীপিকা