spot_img
32 C
Dhaka

২৪শে মার্চ, ২০২৩ইং, ১০ই চৈত্র, ১৪২৯বাংলা

আমার এখন যত্ন দরকার : মাহিয়া মাহি

- Advertisement -

বিনোদন ডেস্ক, সুখবর ডটকম: শোবিজ থেকে সাময়িক বিরতিতে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসদীয় উপনির্বাচনে মনোনয়ন কিনলেও এবারের যাত্রায় আওয়ামী লীগের সমর্থন পাননি এ অভিনেত্রী। তবুও নির্বাচন থেকে দূরে নেই তিনি। নির্বাচনী প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন।

আমার এখন যত্ন দরকার- এমনটাই বললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুক হ্যান্ডেলে কেন এমনটা লিখলেন? এটাই এখন প্রশ্ন নেটিজেনদের। তারা এর অনেক মানেই বের করেছেন। সেসব অর্থ আবার মাহির ফেসবুক পোস্টের মধ্যেও লিখেছেন।

যখন যত্ন দরকার, তখন মাহি ঘুরছেন ভোট চেয়ে চেয়ে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষেই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন ঢাকাই ছবির এই নায়িকা।

মাহি লিখেছেন, ‘আমার এখন যত্ন দরকার, অনেক শান্তি দরকার, অনেক হাসি দরকার, চলো দূরে কোথাও, লাল নীল শহরে যাই, এই শহরের বাতাস খুব বিষাক্ত হয়ে গেছে।’

নিজের একটি ছবি পোস্ট করে এমন আকাঙ্ক্ষার কথাই লিখেছেন মাহি।

একজন নির্মাতা মাহির এই পোস্টের মধ্যে পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন, ‘সমুদ্রের কাছে যাও। বিশাল জলরাশি আর দূর দিগন্তের নীলে তাকিয়ে থাকো… খুউব মন ভালো হয়ে যাবে!’

আরেকজন লিখেছেন, ‘ভালো সিদ্ধান্ত। নীল শহর ঘুরে এসে জানিয়ো ওখানকার পরিবেশ কেমন? ভালো হলে আমিও একবার ঘুরতে যাব।’

এদিকে মাহি ব্যস্ত রাজনীতি নিয়ে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। তবে উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ছাত্রলীগের প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগকে সক্রিয় ভূমিকা পালন করতে বলেন।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন:

পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন

 

 

 

 

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ