ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: আমরা সকলেই জীবনের কোনো না কোনো এক পর্যায়ে ভীতিকর ঘটনার সম্মুখীন হয়েছি। এর মাঝে কিছু কিছু ঘটনা আমাদের জীবনে তার প্রভাব রেখে গেছে। কিছু ঘটনা আমরা চাইলেও আর ভুলতে পারি না। বারবার এই ভয়ংকর স্মৃতিগুলো আমার মস্তিষ্কে বিচরণ করে আমাদের মনে ছাপ ফেলে যায়। এই ভীতিকর স্মৃতিগুলো আমাদের মস্তিষ্কের ঠিক কোথায় সংরক্ষিত আছে সে সম্পর্কে এতদিন জানা না গেলেও এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ব্যাপক গবেষণার পর এ বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন।
তারা তাদের গবেষণার কাজে ইঁদুরকে বেছে নিয়েছিলেন যেন তার ভয়ের প্রতিক্রিয়া তারা সহজেই শনাক্ত করতে পারেন। তারা এমন ভাইরাসও ব্যবহার করেন যা নির্দিষ্ট স্নায়বিক সংযোগ ছিন্ন করতে সক্ষম। এই সংযোগগুলো স্মৃতি একত্রীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
ইঁদুরটিকে বৈদ্যুতিক শক দেওয়ার মাধ্যমে তারা ইঁদুরটির জন্য এক ভয়ানক স্মৃতি তৈরি করেন। পরবর্তীতে দেখা যায় ইঁদুরটি তার এই ভয়ানক স্মৃতিটিকে মনে রেখেছে। ইঁদুরের মস্তিষ্ককে বিশ্লেষণ করার মাধ্যমে দেখা যায়, এর মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স (পিএফসি) মস্তিষ্কে শক্তিশালী সংযোগ সৃষ্টি করে। মানুষের মস্তিষ্কেও এই পিএফসি রয়েছে, যা সিদ্ধান্ত গ্রহণ এবং জ্ঞানীয় আচরণের সাথে সংযুক্ত।
গবেষকরা যখন পিএফসি-তে স্নায়বিক সংযোগ বিচ্ছিন্ন করেন, তখন দেখা যায় ইঁদুরটির আর তার অতীতের ভয়ানক স্মৃতির কথা মনে নেই।
আই. কে. জে/