নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়।
তিনি বলেন, ‘আজকে এই উন্নয়ন, এই পদ্মা সেতু মানুষ বলে শেখের বেটি দেখিয়ে দিয়েছে। বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরাও পারি। মেট্রোরেল করে তিনি আবারও প্রমাণ করেছেন ইয়েস উই ক্যান। কেন আমরা পরব না। আমরা বীরের জাতি। বিশ্ব ব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমি বলতে চাই, আমরা বীরের জাতি, চোরের জাতি নই।’
বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘মনে অনেকেরই জ্বালা। অন্তর জ্বালায় মরে, বড়ই অন্তর জ্বালা। অন্তর জ্বালা কেন, তারা বলেছে শেখ হাসিনা জোড়া তালি দিয়ে পদ্মা সেতু করেছেন। এখন যাচ্ছেন কীভাবে সমাবেশ করার জন্য। মাত্র তিন ঘণ্টায় খুলনায় গেলেন সমাবেশ করতে, কখনও পেরেছেন? জীবনে পেরেছেন?’
তিনি বলেন, ‘বড় বড় কথা, বিষোদগার, আগুন সন্ত্রাস আমরা মোকাবিলা করবই। শেখ হাসিনা পদ্মা করল, মেট্রো করল, শত সেতু, শত সড়ক করল, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেলল, ভ্যাকসিন দিল। এই বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। আমরা ভালো আছি তাই তাদের মনে বড় জ্বালা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এ উদ্বোধন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন ছোন বোন শেখ রেহানা।
এম/ আই.কে.জে/
আরো পড়ুন:
মেট্রোরেল চালাতে বিদেশের ওপর নির্ভর করতে হবে না: প্রধানমন্ত্রী