ডেস্ক রিপোর্ট, সুখবর ডটকম: ভারতীয় রুপিকে বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এজন্য ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) অনুমোদনের অপেক্ষায় আছে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক (সিবিএসএল)। শ্রীলঙ্কার ব্যাংকগুলো ‘বিশেষ রুপি বাণিজ্যিক একাউন্ট’ ইতিমধ্যে খুলেছে বলে তথ্য পাওয়া যায়।
সার্ক অঞ্চলে বাণিজ্য ও পর্যটনকে সহজ করার জন্য এবং আরো বৃদ্ধি করার লক্ষ্যে আরবিআইকে অনুরোধ জানায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা আরবিআই এর কাছে কিছু প্রস্তাব রাখে, যে প্রস্তাব অনুযায়ী, শ্রীলঙ্কার নাগরিকেরা এখন ১০ হাজার মার্কিন ডলার জমা রাখতে পারবেন। সেই সাথে শ্রীলঙ্কা ও ভারত একে অপরের সাথে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় রুপি ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, ভারত সরকার চলতি বছরের জুলাই থেকেই ডলারের অভাবে রয়েছে এমন দেশগুলোকে ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের আওতায় আনতে চাইছিল।
মনোনীত দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক লেনদেনের জন্য একটি বিশেষ রুপি একাউন্ট খুলতে হয়। একে ভোস্ট্রো একাউন্ট বলে।
শ্রীলঙ্কায় মার্কিন ডলারের অপর্যাপ্ততার কারণে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এ সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক লেনদেনের জন্য ভারতীয় রুপি ব্যবহার শ্রীলঙ্কাকে অনেক সাহায্য করবে।
এখন পর্যন্ত, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রাশিয়ার সাথে রুপিতে বাণিজ্যের জন্য ব্যাংকগুলোকে ১২টি ভেস্ট্রো একাউন্ট খুলার অনুমোদন দিয়েছে। শ্রীলঙ্কার সাথে বাণিজ্যের জন্য ৫টি এবং মরিশাসের জন্য বাণিজ্যের জন্য একটিসহ আরো ছয়টি একাউন্ট অনুমোদিত হয়েছে। তাজিকিস্তান, কিউবা, লুক্সেমবার্গ এবং সুদানের মতো দেশগুলোও আন্তর্জাতিক লেনদেনের জন্য রুপি ব্যবহারের বিষয়ে আলোচনা করছে বলে জানা যায়।
ভারতীয় রিজার্ভ ব্যাংক জুলাই মাসেই রুপিতে আন্তর্জাতিক লেনদেনের নতুন ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছিল। এর উদ্দেশ্য শুধুমাত্র ডলারের বিপরীতে রুপি কামানো নয়, বরং একইসাথে ভারতীয় মুদ্রার আন্তর্জাতিকীকরণও।
আই.কে.জে/