লাইফস্টাইল ডেস্ক, সুখবর ডটকম: নারী একাধারে জায়া, জননী ও স্ত্রী। বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়ন সমাজে নারীদের অবস্থান করেছে আরও সুদৃঢ়। আর নারীদের সম্মানে নারী দিবসে সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে কে-ক্র্যাফট নিয়ে এসেছে ভিন্ন ডিজাইনের শাড়ি।
কে-ক্র্যাফটের এবারের শাড়ি ডিজাইনের ভাবনা সামাজিক চেতনা থেকেই। প্রতিষ্ঠানটির কর্ণধার এবং প্রধান নির্বাহী খালিদ মাহমুদ খান জানান, ‘নারী দিবসের প্রতীক বেগুনি রং, যা একাধারে সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। বেগুনি রঙের মাধ্যমেই এ দিনটিতে প্রকাশ হয় নিজের সংহতি বা একাত্মতা। তাই এবারের কালেকশনের পুরোটা জুড়ে রেখেছি বেগুনি রঙের আধিক্য।’
কটন, লিনেন, সিল্ক, হাফ সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশায় ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লকপ্রিন্ট এবং টাই-ডাই মিডিয়া। ডিজাইন প্রসঙ্গে প্রধান ডিজাইনার শাহনাজ খান বলেন, ‘ফ্লোরাল, ট্র্যাডিশনাল পেইসলে, জ্যামিতিক, মিক্সড মোটিফে তৈরি করেছি এবারের পোশাক। আর রঙের ক্ষেত্রে বেগুনির পাশাপাশি পার্পল, ল্যাভেন্ডার, ভায়োলেট, অরেঞ্জ, অফ হোয়াইট রঙের ব্যবহার করেছি। এ ছাড়া নারী দিবসের মূলভাবনার সঙ্গে মিলে যায় এমন আরও কিছু রঙের ব্যবহারে তৈরি করেছি সবার পছন্দসই পোশাক।’
পোশাকের সারিতে আছে শাড়ি, সালোয়ার কামিজ ছাড়াও ট্র্যাডিশনাল ও ফিউশনধর্মী প্যাটার্নে লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, টিউনিক, কাফটানসহ বিভিন্ন নারীর পছন্দমাফিক সব পোশাক।
নারী দিবসের পোশাকগুলো পাওয়া যাবে কে-ক্র্যাফটের সব আউটলেটে। আর ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে চাইলে ভিজিট করুন অনলাইন শপ www.kaykraft.com
এম/
আরো পড়ুন: