নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: আপনি কি কখনো ভূত দেখেছেন? সাহস নিয়ে কি কখনও মুখোমুখি হয়েছেন অশরীরী আত্মার? গভীর রাতে গা ছমছমে ভাব নিয়ে ভূতের ভয়ে নির্ঘুম রাত একা একা পার করেছেন? নাকি আপনি বিশ্বাসই করেন না যে ভূত বা অশরীরী কোনও আত্মা বলতে কিছু আছে।
তবে এটাও ঠিক আপনি যত সাহসী-ই হোন না কেন, মধ্যরাতে ঘরের পোষা বিড়ালের জ্বলজ্বলে চোখ দেখে গায়ের লোম দাঁড়িয়ে যায়নি এমন ঘটনাও বিরল।
তেমনি কিছু বিরল ঘটনা আর রহস্যের মুখোমুখি করে দেবে ‘ছায়াশিকার’ । ‘ছায়াশিকার’ আদ্রিতা মুভিজ প্রযোজিত এক রহস্যেঘেরা ভিডিও সিরিয়াল, যা বিজ্ঞানের আলোকে অশরীরী আত্মার উপস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দেবে আপনাকেও।
আপনি যদি সাহসী হন তবে চোখ রাখুন আদ্রিতা মুভিজ-এর ‘ছায়াশিকার’ ধারাবাহিক পর্বে। আর জেনে নিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লোকমুখে প্রচলিত সত্য ঘটনা যা আজও রহস্যের বেড়াজালে আবদ্ধ।
‘ছায়াশিকার’ এর রহস্য উদ্ঘাটন করতে ক্লিক করুন নিচের লিংকে। নিজেকে সাহসী করে তুলুন অশরীরী আত্মার তাণ্ডব দেখে আর ভয়কে করুন জয়।
এসি/ আই. কে. জে/
আরো পড়ুন:
খোকন কুমার রায়ের ছড়াগানের তালে নাচলো আদ্রিতা যারা ও আবৃতা সারা (ভিডিও)