Tuesday, August 3, 2021
Tuesday, August 3, 2021
danish
Home Latest News আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য সুখবর

আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য সুখবর

লিমন নন্দি: করোনার কারণে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে দেশটির সরকার। যে জন্য সৌদি আরবে কাজ করে এমন বিভিন্ন দেশের শ্রমিক দেশটিতে প্রবেশ করতে পারছে না। তবে সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

এরই মধ্যে সৌদি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন বাদশাহ সালমান। মহামারী করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদি বাদশাহ সালমানের নির্দেশে বিনামূল্যে এই ভিসার মেয়াদ বাড়ানো হবে। করোনার কারণে যেই দেশগুলোর প্রবাসীদের জন্য সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সে সব দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

সৌদির প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রাজকীয় সৌদি আরব সরকারের পাসপোর্ট (জাওয়াযাত) ইতোমধ্যে ভ্রমণ ভিসা, এক্সিট এবং পুনরায় প্রবেশের ভিসা বিনামূল্যে চালু করেছে। যা আগামী আগস্টের শেষ অবধি পর্যন্ত বহাল থাকবে। প্রেস এজেন্সি (এসপিএ) আরও জানায়, কোভিড-১৯ মহামারির প্রভাব ও সংকট মোকাবিলায় সৌদি সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থ মন্ত্রণালয় এমন পদক্ষেপ নিয়েছে। প্রবাসীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাদশাহ সালমানের বিভিন্ন উদ্যোগের মধ্যে সৌদি প্রশাসনের এই ঘোষণা সৌদি প্রবাসীদের আশার আলো দেখাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments