spot_img
23 C
Dhaka

২২শে মার্চ, ২০২৩ইং, ৮ই চৈত্র, ১৪২৯বাংলা

আগামী বছরই চালু হবে পদ্মা সেতু ও মেট্রোরেল : পরিকল্পনামন্ত্রী

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক, সুখবর ডটকম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি গতকাল মঙ্গলবার একটি অনলাইন বিজনেস টক-এ আলোচনায় এই আশার কথা জানান।

মন্ত্রী বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরে আমাদের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। সে সময় পদ্মা সেতু চালু করতে পারলে ভালোই হবে। আমি আশা করছি এটি হবে। তবে রেলসংযোগ যেহেতু পরে শুরু হয়েছে, সেটি করতে বিলম্ব হবে। আপাতত সড়কপথ চালু করা যাবে।’ আলোচনাকালে মন্ত্রী জানান, তিনি গত সপ্তাহে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেছেন। ওই সময় প্রকল্পের পিডি তাকে জানিয়েছেন, আর ১০টি স্প্যান বসালেই সেতুর কাজ শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্প্যান বসানো সম্ভব বলে প্রকল্প পরিচালক নিশ্চিত করেছেন।

মেট্রোরেল সম্পর্কে পরিকল্পনামন্ত্রী জানান, করোনার কারণে কাজ বন্ধ থাকায় দেশের গুরুত্বপূর্ণ এ মেগা প্রকল্পটির কাজও কিছুটা পিছিয়ে গেছে।

‘মেট্রোরেল প্রকল্পে আগের টার্গেট মিস হয়েছে। যেটি এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু তা সম্ভব নয়। এখন আবার কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব,’ বলেন পরিকল্পনামন্ত্রী। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী জানান, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কাজ চলতি বছরের এডিপি দিয়ে শুরু হয়েছে। তবে প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ভালো নয় বলে জানান তিনি। নতুন পঞ্চবার্ষিকে স্বাস্থ্য ও কৃষিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন মন্ত্রী। বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব ঘাটতি ও ঋণ নিয়েও কথা বলেন।

তিনি জানান, বাজেট ঘাটতি নিয়ে বড় ধরনের কোনো সমস্যা হবে না। অভ্যন্তরীণ ও বিদেশি উৎস থেকে প্রয়োজনীয় ঋণসহায়তা পাওয়া যাবে। আর রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে এবং এজন্য বাজেট ঘাটতি বাড়বে বলে জানান তিনি।

রাজস্ব ঘাটতি মোকাবিলার জন্য তিনি এনবিআর কর্মকর্তাদের দিনের কাজ দিনে করার পরামর্শ দিয়ে বলেন, ‘দিনের কাজটি দিনে করে ফেলুন। এটি প্রাইমারি লেসন অব লাইফ। অনেকে টেবিলে কাগজ নিয়ে বসে থাকেন সারা দিন। তিন-চার দিন সময় নেন। এগুলো ছেড়ে দিতে হবে। এজন্য মোটিভেশন দরকার।

- Advertisement -

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করুন

25,028FansLike
5,000FollowersFollow
12,132SubscribersSubscribe
- Advertisement -

সর্বশেষ